ভারতের ইআইএল’র সঙ্গে বাংলাদেশের চুক্তি সই

Untitled_2বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার-ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্ট নিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ভারতের পরামর্শক প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড-ইআইএল এর সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ভারতের পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস মন্ত্রণালয়ের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উপস্থিত ছিলেন। এ সময় নসরুল হামিদ বলেন, ইস্টার্ন রিফাইনারি কমিশন ১৫ লক্ষ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা নিয়ে যাত্রা শুরু করলেও এই চুক্তির মাধ্যমে আরো বেশি উৎপাদন সম্ভব হবে। অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুল লতিফ সহ ইআইএল ও বিপিসির উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.