বাংলাদেশ বিশ্বশান্তির পক্ষে কাজ করছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বুধবার (২০ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
জাপানের পিস পার্কে বাংলাদেশের ভাস্কর্য স্থাপনের জন্য উন্মুক্ত প্রতিযোগিতায় বিজয়ী শিল্পীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপূর্তমন্ত্রী বলেন, মানুষের প্রাণ বিসর্জনের মতো ঘটনার বিপক্ষে অবস্থান বাংলাদেশের। প্রধানমন্ত্রী বিশ্বকে শান্তির জন্য আহ্বান জানিয়েছেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী জাপান সফরের সময় জাপানের পিস পার্কে বাংলাদেশের ভাস্কর্য স্থাপনের জন্য ব্যবস্থা করেন। পিস পার্কে বাংলাদেশের একটি ভাস্কর্য স্থান পাবে।
‘আমরাও ভালো কিছু পারি, তা বিশ্বকে দেখাতে পেরেছি’- যোগ করেন গণপূর্তমন্ত্রী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানানো হয়, জাপানের নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার প্রতিবাদে বিশ্বশান্তির জন্য প্রতীক ‘পিস পার্ক’ এ ভাস্কর্য স্থাপনের জন্য উন্মুক্ত প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। ৬২ জন শিল্পী তাদের নমুনা ভাস্কর্য জমা দেন। তাদের মধ্যে ১০ জন শিল্পীর ভাস্কর্য প্রতিযোগিতায় স্থান পায়। এ ১০ জনের মধ্যে তিনজনকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার দেওয়া হয়।
প্রথম পুরস্কার পেয়েছেন ভাস্কর অনিন্দ পণ্ডিত। তাকে সনদপত্র ও ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ভাস্কর মোহাম্মদ ইমরান হোসেন। তাকে সনদপত্র ও ৩ লাখ টাকার চেক দেওয়া হয়। আর তৃতীয় পুরস্কার দেওয়া হয়েছে মোহাম্মদ আসিকুর রহমান ভূঁইয়াকে। তাকে দেওয়া হয় সনদপত্র ও দুই লাখ টাকার চেক। এছাড়া অন্য সাত ভাস্করকে বিভিন্ন অংকের পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব শহীদুল্লাহ খন্দকার, শিল্পী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।