নভোএয়ার প্রোফেশনাল গলফ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

novoair20160420204601নভোএয়ার প্রোফেশনাল গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার কুমিল্লা সেনানিবাসে অবস্থিত ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট এবং জিওসি ৩৩ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ, এনডিইউ, পিএসসি। নভোএয়ারের পৃষ্ঠপোষকতায় ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মীর মোতাহার হোসেন (অব.), এটিএন বাংলা চেয়ারম্যানের উপদেষ্টা গ্রুপ ক্যাপ্টেন এম লোকমান ফারুকসহ (অব.) নভোএয়ারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব মাঠে রোববার (১৭ এপ্রিল) থেকে চার দিনব্যাপি এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। নভোএয়ার প্রোফেশনাল গলফ টুর্নামেন্টে চার রাউন্ডের এই খেলায় ৭৭ জন খেলোয়াড় অংশ নেন। এর মধ্যে ৫৫ জন প্রোফেশনাল এবং ২২ জন অ্যামেচার খেলোয়াড়।

অংশগ্রহণকারী প্রোফেশনাল গলফারদের মধ্যে কুর্মিটোলা গলফ ক্লাবের মো. শাখাওয়াত হোসেন সোহেল, অ্যামেচার গলফারদের মধ্যে ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের মো. আকবর হোসেন বিজয়ী হন।

নভোএয়ার দেশের ক্রীড়ান্নোয়নে ক্রিকেট, ফুটবল, ভলিবল, হকি খেলাসহ অন্যান্য খেলাধুলায় ও পৃষ্ঠপোষকতা করে আসছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.