বাহরাইন থেকে ৪১৪ বাংলাদেশি নিয়ে আসলেন বিমানের স্পেশাল ফ্লাইট, যেতে পারেননি একজনও

কথা ছিল বাংলাদেশ বিমানের স্পেশাল ফ্লাইটটি করোনার কারণে ঢাকায় দীর্ঘদিন ধরে আটকেপড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে যাবে। আর ফেরার পথে করোনা ছাড়া অন্য রোগ-শোকে কর্মহীন, কারামুক্ত এবং একান্ত জরুরি বা পরিবারিক  প্রয়োজনে দেশে ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের নিয়ে আসবে।

কিন্তু বাহ্‌রাইন থেকে ৪১৪ বাংলাদেশি ফিরেছেনঠিকই কিন্তু বাংলাদেশ থেকে ১ জন যাত্রীও যেতে পারেনি। জানােগেছে বাহরাইন সরকার এখনো প্রবাসীদের তাদের দেশে প্রবেশের অনুমতি দেয়নি। সেকারণে কাউকে নেয়া সম্ভব হয়নি।

ফিরতি ফ্লাইটটি বুধবার মধ্যরাতে হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার ফেরার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশেষ ফ্লাইটে ফেরত আসা ৪১৪ প্রবাসীর বিষয়ে বাহরাইনের বাংলাদেশ দূতাবাস কাল জানায়, দেশে ফেরা ওই প্রবাসীদের মধ্যে প্রায় ৭০ জন অসুস্থ (রোগী) এবং ৪০ জন কারাবন্দি রয়েছেন।

করোনার কারণে বাহরাইনের জেলখানাগুলো যতটা সম্ভব খালি করার অংশ হিসেবে ছোটখাটো অপরাধে আটক বন্দিদের মুক্তি প্রদানে দেশটির রাজা হামাদ বিন ঈসা আল খালিফা দয়াপরবশ হয়ে অনেক বিদেশিকে ছেড়ে দিচ্ছেন।

মে মাস থেকে চলমান বন্দিমুক্তির ধারাবাহিকতায় নতুন করে ৪০ জন বাংলাদেশিকে মুক্তি দিয়ে ঢাকাগামী ফ্লাইটে তোলা হলো। এর আগে আরও কয়েক শ’ ফিরেছেন।

প্র্রকাশ : মানব জমিন

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.