যুক্তরাষ্ট্র চীনের সেনা পরিচালিত ২০ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করল

যুক্তরাষ্ট্র চীনের সেনাবাহিনী পরিচালিত ২০টি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে। এ তালিকা প্রকাশের পেছনে যুক্তরাষ্ট্রের কী উদ্দেশ্য রয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

বিশ্লেষকরা মনে করছেন, ভারত যেমন চীনা দ্রব্য বয়কটের ডাক দিয়ে আদতে ব্যবসায়িক ক্ষেত্রে চীনকে কাবু করতে চেয়েছে, আমেরিকাও কি তেমন পদ্ধতি অবলম্বন করতে চলেছে?‌ না হলে হঠাৎ করে এই তালিকা প্রকাশের অর্থ কী?

আমেরিকায় চীনের কমিউনিস্ট সেনাবাহিনী পরিচালিত বেশ কয়েকটি সংস্থা ব্যবসা করছে অনেকদিন। এবার সেই ধরনের ২০টি কোম্পানির তালিকা প্রকাশ করা হল মার্কিন বাহিনীর সদর দফতর পেন্টাগন থেকে।

তালিকায় রয়েছে হুয়াওয়েই টেকনোলজিস কোম্পানি ও হ্যাংঝৌ হিকভিশন ডিজিটাল টেকনোলজি কোম্পানি। মনে করা হচ্ছে খুব শীঘ্রই এই ২০ প্রতিষ্ঠানের ওপরে নিষেধাজ্ঞা জারি করতে পারে আমেরিকা। আর সেই কারণেই এই তালিকা প্রকাশ।

পেন্টাগনের মুখপাত্র জোনাথন হফম্যান এক বিবৃতিতে জানান, ওই প্রতিষ্ঠানগুলো চীনের সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত।

তিনি আরো বলেন ‘চীনের সরকার বর্তমানে নিজের বেসামরিক ও সামরিক সংস্থার মধ্যে বিশেষ পার্থক্য রাখতে চায় না। তাই কোনো চীনা সংস্থার থেকে পণ্য আমদানি করার আগে তার পরিচয় জানা বিশেষ জরুরি। আমরা যে তালিকা বানিয়েছি, তাতে আমেরিকার সরকার, বিভিন্ন কোম্পানি, বিনিয়োগকারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধা হবে।’‌

চীনা প্রতিষ্ঠানগুলোর ওপর পেন্টাগন থেকে সরাসরি নিষেধাজ্ঞা জারির কথা বলা হয়নি। পরবর্তীতে মার্কিন সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.