বিজ্ঞাপনে হুমায়ূনের তিন তারকা

2016_04_21_16_22_27_lE5GXAlSUpUEAzLGJ8Br6GLiyboJRG_originalনন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদের অসংখ্য নাটকে একসঙ্গে কাজ করেছেন ডা: এজাজ, ফারুক আহমেদ ও মনিরা মিঠু। কিন্তু কোন বিজ্ঞাপনে একসঙ্গে দেখা যায়নি তাকে। এবারই প্রথমবারের মতো কোন বিজ্ঞাপনে কাজ করছেন তারা। গোল্ডমার্ক পাইনআপেল বিস্কুটের বিজ্ঞাপনের শুটিং করছেন আজ।

ধামরাইয়ের শুটিং সেট থেকে ডা: এজাজ বাংলামেইলকে জানালেন, ‘হুমায়ূন স্যারের অনেক নাটকে কাজ করেছি আমরা। ফারুক, মিঠুদের যখন দেখি হুমায়ূন স্যারের কথা মনে পড়ে। আবার আনন্দও লাগে একসঙ্গে কাজ করতে পেরে।’

তিনি আরও জানালেন, যেকোন বিষয় নিয়ে তর্ক-বিতর্ক থাকতেই পারে, কিন্তু গোল্পমার্ক বিস্কুট নিয়ে কোন দ্বিমত নেই। এই কনসেপ্ট নিয়েই তৈরী বিজ্ঞাপনটি।

রানআউট প্রোডাকশনের ব্যানারে বিজ্ঞাপনটি নির্মাণ করছেন সাকিব ফাহাদ। শিগগিরই টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.