পাকিস্তানের বিমান চালকদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ভিয়েতনামী বিমান চলাচল কর্তৃপক্ষ।
সোমবার সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বিমান সংস্থাগুলোতে কাজ করা সব পাকিস্তানি পাইলটকে নিষিদ্ধ করা হয়েছে।
কিছু পাকিস্তানি পাইলটের সন্দেহজনক লাইসেন্স থাকতে পারে বৈশ্বিক এই উদ্বেগের মধ্যেই এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
পাকিস্তানি পাইলটদের সন্দেহজন লাইসেন্সের বিষয়টি আন্তর্জাতিকভাবে নজর কারে, যখন দেশটির বিমানমন্ত্রী গুলাম সারোয়ার খান সংসদে
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে ১৫০ পাইলটের ভুয়া লাইসেন্সের বিষয়টি উন্মোচন করেন।
গত সপ্তাহে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ) লাইসেন্সের বিষয়ে নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে।
সোমবার এক বিবৃতিতে ভিয়েতনামের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএভি) জানায়, ভিয়েতনামী এয়ারলাইন্স থেকে সব পাকিস্তানি বিমান চালকদের স্থগিতাদেশ দেয়া হয়েছে।