ভারতে বিমানবালাকে ভিডিও করে বাংলাদেশি গ্রেপ্তার

downloadবিমানবালার সঙ্গে অসভ্য আচরণ করায় মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে এক বাংলাদেশি নাগরিককে। ইন্ডিগোর একটি ফ্লাইট থেকে গতকাল বৃহস্পতিবার অসীম ভৌমিক নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কলকাতা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর সিক্স-ই ৩২৬ বিমানে উঠেছিল চার বাংলাদেশি নাগরিক। প্রথম থেকেই তারা বিমানবালাদের সঙ্গে খারাপ ব্যবহার করছিল। মোবাইলে বিমানবালাদের ছবিও তোলে তারা। যা দেখে পাইলটকে নালিশ করেন বিমানবালারা।

পরে ক্রিউ সদস্যরা এসে চলন্ত বিমানেই তাদের মোবাইল বাজেয়াপ্ত করে নেয়। সঙ্গে সঙ্গে রিপোর্ট করা হয় কন্ট্রোল রুমে। বিমান থামার পর একজন পালিয়ে গেলেও, তিন বাংলাদেশিকে নিরাপত্তারক্ষীরা আটক করে। পরে তিনজনের মধ্যে অসীম ভৌমিককে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে বাকিদের ছেড়ে দেয় পুলিশ। একই কথা জানিয়েছেন ইন্ডিগো এয়ারলোইন্সের মুখপাত্র।

পুলিশের ডেপুটি কমিশনার বীরেন্দ্র মিশ্রা জানিয়েছেন, একজন যাত্রীর বিরুদ্ধেই অভিযোগ করেছে এক বিমানবালা। তাই ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ নম্বর ধারায় ওই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে ছত্রপতি শিবাজি বিমানবন্দরের মুখপাত্র এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.