অনিশ্চয়তায় বাংলাদেশ বিমানের রোমের ২টি ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইতালির রোমে ৯ জুলাই এবং ১৩ জুলাই দুইটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দেয়।

কিন্ত ইতালি সরকার করোনাভাইরাসের কারণে বাংলাদেশ থেকে এক সপ্তাহের জন্য সমস্ত ফ্লাইট স্থগিত করেছে। খবর- বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম।

সোমবার ঢাকা থেকে বিমানের একটি বিশেষ ফ্লাইট রোমের যায়। রোমে যাওয়ার পর যাত্রীদের করোনা টেস্ট করানো হলে, “উল্লেখযোগ্য সংখ্যক” যাত্রী্দের করোনা পসিটিভ রিপোর্ট আসে। যার কারণে ইতালি সরকার বাংলাদেশ থেকে সমস্ত ফ্লাইট এক সপ্তাহের জন্য স্থগিত করছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোমে ৯ জুলাই এবং ১৩ জুলাই দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার কথা রয়েছে। বাংলাদেশ থেকে ইতালিতে সমস্ত ফ্লাইট এক সপ্তাহের জন্য স্থগিতের বিষয়ে জানার জন্য এবং এই দুটি ফ্লাইটের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা জানার জন্য এভিয়েশন নিউজের পক্ষ থেকে বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারকে ফোন করা হলে, তিনি ফোন রিসিভ করেননি।

এভিয়েশন নিউজের ইতালি প্রতিনিধি শাওন হোসেন জানান, বিগত দুই মাস ধরে ইতালির অবস্থা ক্রমেই উন্নতি হচ্ছে। সেই সাথে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে। ধীরে ধীরে সব ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে যাচ্ছে। আশা করা যায় আগস্টের মধ্যে ইতালির স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
কিন্তু বাংলাদেশ থেকে বিশেষ ফ্লাইটে বেশকিছু বাংলাদেশী প্রবাসী্রা ইতালিতে ফিরছেন। এদের মধ্যে রোমের বাহিরে ২০ জন এবং রোমে সাতজন গতকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এতে করে যেমন বাংলাদেশের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে তেমন ইতালি্র সরকারকে ও বিষয়টি ভাবিয়ে তুলছে।
এই অবস্থায় ইতালিতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটগুলো অনিশ্চয়তায় পড়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.