অস্ট্রেলিয়ার দেউলিয়া হয়ে পড়া বিমানসংস্থা ভার্জিন অস্ট্রেলিয়াকে বেইন ক্যাপিটালের কাছে বিক্রি আটকাতে চাইছে কোম্পানিটির বন্ডহোল্ডাররা।
বরং তারা নিজেরাই ঋণজর্জরিত এয়ারলাইনারটিকে পতন থেকে টেনে তুলতে চাইছে।
অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বরাবর এর সুযোগ চেয়ে আবেদনও করেছে তারা। খবর ব্লুমবার্গ।
ভার্জিন অস্ট্রেলিয়ার বন্ডহোল্ডারদের মধ্যে রয়েছে সিঙ্গাপুরভিত্তিক ব্রড পিক ইনভেস্টমেন্ট অ্যাডভাইজরস।
তারাসহ অন্য বন্ডহোল্ডাররা অস্ট্রেলিয়ান টেকওভারস প্যানেলের কাছে আবেদনে বলছে, যেভাবে ডেলয়েটের নিলামে বেইন ক্যাপিটালকে সুযোগ দেয়া হয়েছে,
তার কিছু বিষয় অগ্রহণযোগ্য ছিল। এছাড়া ঋণদাতাদের সামনে বিকল্প পরিকল্পনা উপস্থাপনেও কার্যত বাধা দেয়া হয়েছে।
গতকাল এক বিবৃতিতে টেকওভারস প্যানেল একথা জানিয়েছে।
গত মাসের শেষের দিকে ভার্জিন অস্ট্রেলিয়াকে কিনে নেয়ার বিষয়ে সম্মত হয় মার্কিন ইকুইটি গ্রুপ বেইন ক্যাপিটাল।
করোনাভাইরাসের কারণে বৈশ্বিক ভ্রমণে স্থবিরতার জেরে কোনো আকাশসেবা সংস্থার পতনের সবচেয়ে বড় ঘটনা এটি।
৬৮০ কোটি অস্ট্রেলীয় ডলার ঋণের বোঝা মাথায় নিয়ে গত এপ্রিলে দেউলিয়াত্বের আবেদন করে ভার্জিন অস্ট্রেলিয়া।
এ সময়ে আনসিকিউরড বন্ডহোল্ডারদের কাছে কোম্পানিটির দায় ছিল ১৯৯ কোটি অস্ট্রেলীয় ডলার (১৪০ কোটি মার্কিন ডলার)।