গত ছয় মাসে তুরস্কে ট্রানজিট যাত্রীসহ মোট ৩ কোটি ৬৪ লাখ যাত্রী দেশটির বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে।
রাষ্ট্রীয় বিমানবন্দর কর্তৃপক্ষের জেনারেল অধিদপ্তরের (ডিএইচএমআই) তথ্যে দেখা গেছে, গত বছরের একই সময়ে এই সময়ের পরিসংখ্যানটি ৯ কোটি ৪৯ লাখ যাত্রী তুরস্কের বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছে। করোনাভাইরাসের কারণে এ সংখ্যা কমে গেছে। কারণ ভাইরাস ছড়িয়ে যাওয়ার শংকায় দেশটিতে ভ্রমণে নানা বিধিনিষেধ আরোপ করা হয়।
তুর্কি বিমান কর্তৃপক্ষ জানান, এ বছরের প্রথম ছয় মাসে আন্তর্জাতিক যাত্রীদের সংখ্যা ছিল ১ কোটি ৪৫ লাখেরও বেশি। একই সময়ে প্রায় ২ কোটি ১৯ লাখ মিলিয়ন দেশীয় যাত্রী একই সময়ে তুরস্কের বিমানবন্দর দিয়ে যাতায়াত করেন।
তুর্কি বিমানবন্দরগুলি জানুয়ারী-জুন সময়কালে ওভারফ্লাইট সহ ৪ লাখ ৬৪ হাজারেরও বেশি উড়োজাহাজের পরিষেবা দিয়ে তুর্কি বিমানবন্দর।
এ বছরের প্রথম ৬ মাসে ইস্তান্বুলের নতুন বিমানবন্দর ১ কোটি ২৯ লাখ যাত্রী ও ৯৬ হাজারেরও বেশি উড়োজাহাজের পরিষেবা দিয়েছে।
মহামারী করোনাভাইরাসের মধ্যেও জুন মাসে ২৭ লাখেরও বেশি যাত্রী তুর্কি বিমানবন্দরের পরিষেবা গ্রহণ করেছেন। আর ৫৫ হাজারেরও বেশি এয়ারক্রাফট ও ৮৯ হাজারের ২৪৮ টন মেইল ও কার্গোর পরিবহণ সেবা দিয়েছে তারা।
চীন থেকে ছড়িয়ে পড়া বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীর কারণে বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হয়েছে। বিশেষ করে টুরিজম ও এভিয়েশন খাতে ব্যাপকভাবে এর প্রভাব পড়েছে।
সূত্র: আনাদলু এজেন্সি, হুররিয়াত ডেইলি নিউজ, ডেইলি সাবাহ