মালয়েশিয়ার এয়ারএশিয়াকে কিনে নিচ্ছে ভারতের টাটা

বড় অঙ্কের ছাড়ে মালয়েশিয়ার বাজেট এয়ারলাইনস এয়ারএশিয়া কিনে নিচ্ছে ভারতীয় অংশীদার টাটা সন্স।
গতকাল বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড ব্যাংকিং সূত্রের উল্লেখ করে এ তথ্য জানায়।

এতে বলা হয়, এয়ারএশিয়ার ৫১ শতাংশ মালিকানা রয়েছে টাটা গ্রুপের হোল্ডিং কম্পানি টাটা সন্সের হাতে।
লোকসানে থাকা প্রতিষ্ঠানটির বাকি ৪৯ শতাংশ অংশীদারিত্ব কিনে নেওয়ার ব্যাপারেও আলোচনা চালিয়ে যাচ্ছে।
এ ক্ষেত্রে বড় অঙ্কের আর্থিক ছাড়ের সুবিধা পাবে। এ জন্য প্রতিষ্ঠানটি দেশীয় আরো কিছু বিনিয়োগকারীকে সঙ্গে নিতে পারে।

এর আগের দিন এয়ারএশিয়া জানায়, তারা ১০০ কোটি রিংগিত (২৩৪.৫২ মিলিয়ন ডলার) তহবিল তোলার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে।
করোনাভাইরাস সংকটে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এশিয়ারএশিয়া গত সপ্তাহের শুরুতে জানিয়েছিল বছরের প্রথম প্রান্তিকে তাদের লোকসান এসেছে ২০০ মিলিয়ন ডলার, যা ২০০৪ সালের পর থেকে সবচেয়ে বড় প্রান্তিক লোকসান।

তবে আগের দিন এয়ারএশিয়ার শেয়ার ১৭ শতাংশ পড়ার পর গতকাল বৃহস্পতিবার বেড়েছে ৫ শতাংশ। এ ক্রয়ের ব্যাপারে কোনো মন্তব্য করেনি টাটা সন্স। এয়ারএশিয়াও কিছু জানাতে অস্বীকার করেছে। সূত্র : রয়টার্স, নিক্কি এশিয়ান রিভিউ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.