বরিশালে প্রতিদিন বিকালে ১ট করে ফ্লাইট ইউএস-বাংলা ও নভোএয়ারের

ইউএস-বাংলা : প্রতিদিন বিকাল ৪টা ১৫ মিনিটে ঢাকা থেকে বরিশাল এবং বিকাল ৫টা ২৫ মিনিটে বরিশাল থেকে ঢাকায় ফ্লাইট পরিচালনা করবে। সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ের জন্য নূন্যতম দুই হাজার ৫০০ টাকা ভাড়া নির্ধারণ করেছে ইউএস-বাংলা।

ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস্ ব্যবহার করে টিকেট করলে গ্রাহকরা ভাড়ার ওপর ১২% মূল্যছাড়ের সুবিধাও পাবেন। এ ছাড়া ইউএস-বাংলার স্কাইস্টার গ্রাহকরা ১২% মূল্যছাড়ে এয়ারলাইনসের নিজস্ব সেলস্ অফিস থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন। ৭২ আসনের ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-বরিশাল-ঢাকা ফ্লাইট পরিচালনা করছে বিমান সংস্থাটি।

নভোএয়ার : নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে বিকাল ৩টা ১৫ মিনিটে ছেড়ে বিকাল ৩টা ৫৫ মিনিটে বরিশালে অবতরণ করবে। আবার বিকাল ৪টা ২৫ মিনিটে বরিশাল থেকে ছেড়ে বিকাল ৫টা ৫ মিনিটে অবতরণ করবে।

সাড়ে তিনমাস পর ঢাকা থেকে বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস ও নভোএয়ার। গত রবিবার এই রুটে উড়াল দিয়েছে দুই বেসরকারি বিমান সংস্থা। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এখনো বরিশালে ফ্লাইট শুরু করেনি।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশে ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ ছিল। গত ১ জুন থেকে পর্যায়ক্রমে চট্টগ্রাম, সৈয়দপুর, সিলেট ও যশোর রুটে ফ্লাইট পরিচালনা শুরু হয়। সেই ধারাবাহিকতায় বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু হল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.