ইতালীর সঙ্গে বাংলাদেশসহ ১৩ দেশের ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা বাড়ছে
১৩ দেশের সঙ্গে সংযুক্ত হচ্ছে ভারত পাকিস্তান ও যুক্তরাস্ট্র
ইতালীর সঙ্গে বাংলাদেশসহ ১৩ দেশের ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরো বাড়ছে। বর্তমানে এই নিষেধাজ্ঞা আগামীকাল ১৪ জুলাই পর্যন্ত ছিল।
জানাগেছে এই নিষেধাজ্ঞা ১৪ জুলাই থেকে বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করার বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইতালি সরকার। একই সঙ্গে চলমান জরুরী অবস্থার মেয়াদ ৩১ ডিসেম্বর থেকে কমিয়ে ৩১ অক্টোবরের মধ্যে সীমাবন্ধ রাখার চিন্তাভাবনা করছে।
কাল ১৪ জুলাই বিষয়টি ইতালির পার্লামেন্টে অনুমোদন হলেই এই নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানাগেছে।
এ প্রসংগে বিশিষ্ট সাংবাদিক মাইনুল ইসলাম নাসিম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, নিষেধাজ্ঞা ১৪ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত এখনো বাড়ানো হয়নি। তবে এটি হতে যাচ্ছে। ইতালি সরকার এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত এখনো নেয়নি, আগামীকাল নেবে।
পার্লামেন্টে অনুমোদিত হয়ে অধ্যাদেশ আকারে জারির আগ পর্যন্ত কোন কিছুই চুড়ান্ত নয়। তবে নিষেধাজ্ঞা ১৩ দেশের সংগে সংযুক্ত হচ্ছে ভারত পাকিস্তান ও যুক্তরাস্ট্র।