দীর্ঘদিন ধরেই আরবাজ-মালাইকার বিচ্ছেদের খবর বলিপাড়ায় উড়ছে। এখনো তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি। তাদের দাম্পতে জীবনে ফাটল ধরার কারণ হিসেবে বলিউড অভিনেতা অর্জুন কাপুরের নামও উঠে এসেছিল খবরের শিরোনামে।
এসব খবর পুরনো হলেও নতুন খবর হলো, সম্প্রতি মধ্যরাতে মালাইকার বাসায় গিয়েছিলেন অর্জুন কাপুর। মালাইকা-অর্জুনের মধ্যে যে, শক্ত একটি বন্ধন রয়েছে এ ঘটনার পর তা আবারো প্রমাণিত হলো। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।
মালাইকার তুসক্যানির বাড়িতে মধ্যরাতে যান দ্য কি অ্যান্ড কা চলচ্চিত্রের অভিনেতা অর্জুন কাপুর। মালাইকার পারিবারিক সূত্রে জানা যায়, এ সময় অ্যাপার্টমেন্টে সোফি চৌধুরীসহ বেশ কজন বন্ধু উপস্থিত ছিলেন কিন্তু অর্জুন-মালাইকা উপরের তলায় ছিলেন।
বর্তমানে মালাইকা তার পুত্র আরহানসহ এই বাড়িতে বসবাস করছেন। আরবাজ খান এ বাড়িতে আসেন না কিন্তু তার বোন অমৃতা আরোরা প্রায়ই এ বাড়িতে যাতায়াত করেন।