জুলহাস আমাদের ভালো বন্ধু ছিল: বার্নিকাট

barnikat_125336রাজধানীতে মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল অফিসার জুলহাস মান্নান ও তার বন্ধু তনয় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তিনি সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘জুলহাসের মৃত্যুতে আমি মর্মাহত। জুলহাস আমাদের একজন ভালো বন্ধু ছিল।’

বিবৃতিতে যারা এ হত্যাকাণ্ডের পেছনে রয়েছেন তাদেরকে ধরার জন্য সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। এ সময় বার্নিকাট নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

নিহত জুলহাস বাংলাদেশে প্রকাশিত প্রথম সমকামীদের পত্রিকা ‘রূপবান’ এর সম্পাদক ছিলেন।

উল্লেখ্য, মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল অফিসার হিসেবে জুলহাস মান্নান কর্মরত ছিলেন। আজ সোমবার সন্ধ্যায় তিনি নিজ বাসায় দুর্বৃত্তদের হাতে খুন হন।

কলাবাগান থানার এএসআই হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, নিহত জুলহাস মান্নান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির আপন খালাতো ভাই। বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানতে পারি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.