দেশের বাইরে যেতে গেলে টিকিটের পাশাপাশি দরকার ভিসা, পাসপোর্ট, দেশ ত্যাগের অনাপত্তি পত্র ইত্যাদি। দেশের ভেতরে যাত্রার ক্ষেত্রে ভিসা পাসপোর্ট না লাগলেও অন্তত টিকেট তো লাগে। কিন্তু রাশিয়ার ১০ বছরের এক কিশোরী বিমানে চড়েছেন, শুধু বিমানে চড়েছেন বললে ভুল হবে, বলা দরকার রাজধানী মস্কো থেকে সেন্ট পিটারসবাগে চলে গেছে বিনা টিকিটে। টিকিট তো দূরের কথা এমনকি কোন ধরনের কোনো পরিচয়পত্রও লাগেনি ঐ কিশোরীর। ঘটনা শুনে অনেকের মনে হতে পারে, হয়তো বিশেষ কোন ব্যবস্থায় ঐ কিশোরীকে এই সুযোগ দেয়া হয়েছিল। তেমন কোনো বিশেষ ঘটনাও ছিল না। মূলত বিমানবন্দর কর্তৃপক্ষের দুর্বলতার কারণেই ঐ কিশোরী এভাবে বিনা টিকেটে বিমান ভ্রমণ করতে পেরেছে। স্কুল থেকে বাড়ি না গিয়ে কিশোরীটি সেদিন চলে গিয়েছিলো মস্কো বিমানবন্দরে। সেখানে সেন্ট পিটারসবার্গের উদ্দেশে ছেড়ে যাওয়া বিমানের যাত্রীদের ভিড়ের মধ্যে মিশে গিয়েছিল। আরো অনেকের মতো উঠে যায় বিমানে। তবে সেন্ট পিটারসবার্গের বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিতে পারেনি।