ফ্লাইটে জন্ম নেয়া জমজ শিশুদের আজীবন ভ্রমণ সম্মাননা

ফ্লাইটটি তুরস্কের ইস্তান্বুল থেকে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটারে যাচ্ছিল। ঠিক ওই সময় মঙ্গোলিয়ান এয়ারলাইন্সের (মিনাত) একটি ফ্লাইটে জমজ শিশু জন্ম নিয়েছে। বৃহস্পতিবার ওই দুই শিশুকে ‌’আজীবন ফ্রি ফ্লাইট’ সম্মাননা দেয়া হয়েছে।

জিনহুয়ার সংবাদে বলা হয়েছে, গত ১০ জুলাই ওই জমজ শিশুদের জন্ম হয় মিনাতের ফ্লাইটে। বিমানটি ২৬০ জন মঙ্গোলিয়ান যাত্রীকে নিয়ে দেশে ফিরছিল।

ওই মায়ের সন্তান জন্মদানের আরও দুই মাস সময় বাকি ছিল। কিন্তু বিমানে ওঠার পরই প্রসব বেদনা শুরু হয়।
মঙ্গোলিয়ান ন্যাশনাল সেন্টার ফর কমিউনিকেবল ডিজিজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, শিশু দুটির বয়স মাত্র দু’মাস হয়েছে। তাদের মা এখনও হাসপাতালে আইসোলেশনে রয়েছেন।

শিশু দুটি জন্ম হলে মঙ্গোলিয়ান এয়ারলাইন্স তাদের জন্মকে উদযাপন করার সিদ্ধান্ত নেয়। শিশু দুটিকে ওই ফ্লাইটের জন্য আজীবন ফ্রি যাত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে তারা প্রতিদিন কিংবা মাঝে মাঝে বা শুধু জন্মদিনে ভ্রমণ করতে পারবে কিনা তা স্পষ্ট করা হয়নি।

মানাত কর্তৃপক্ষ বলছে, এই প্রথমবার মানাতের কোনো আন্তর্জাতিক ফ্লাইটে কোনো নারী জমজ শিশুর জন্ম দিল। ২০১৭ সালে স্প্রিট এয়ারলাইন্স ও ইন্ডিয়ান জেট এয়ারওয়েজের ফ্লাইটে জন্ম নেয়া শিশুকে আজীবন ফ্রি যাত্রী হিসেবে ঘোষণা করেছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.