কারিগরি জটিলতায় পড়ে কলতাকাতার উদ্দেশ্যে ওড়ার ১০ মিনিটের মধ্যে ঢাকায় ফিরে এসেছে রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজ।
রিজেন্ট এয়ারওয়েজের এজিএম (গ্রাউন্ড সার্ভিস) কে এম জাফরউজ্জামান বলেন, “মাসকট ও চট্টগ্রাম হয়ে রিজেন্ট এয়াওয়েজের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকায় পৌঁছেছিল।
“পরে দুপুর ১টা ১০ মিনিটে কলকাতার উদ্দেশ্যে শাহজালাল থেকে ছেড়ে যায়। অবশ্য দশ মিনিটের মধ্যে টেকনিক্যাল কারণে আবারও সেটি শাহজালালে ফেরত আসে।”
রিজেন্টের ৭০০ সিরিজের আরেকটি বিমানে যাত্রীদের কলকাতা পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
রিজেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দফায় ঢাকা ছাড়ার সময় ৭৯ জন যাত্রী থাকলেও সেটি ফের ঢাকায় ফিরে এলে ১১ জন যাত্রী তাদের যাত্রা বাতিল করেন।
জাফরউজ্জামান বলেন, “দুইজন যাত্রী চিকিৎসার জন্য কলকাতা যাচ্ছিলেন; তারা বুকিং ক্যান্সেল করেছেন। বাকিরা কানেক্টিং ফ্লাইট মিস করবেন বলে সোমবার যাননি। মঙ্গলবার তারা রিজেন্টেই কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।”
এই বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি দুই বছর আগে লিজে এনেছিল রিজেন্ট।
উড়োজাহাজটির মেরামতের বিষয়ে জানতে চাওয়া হলে এজিএম জাফরউজ্জামান বলেন, “ওখানে বড় ধরনের কোনো সমস্যা হয়নি। এদেশেই বিদেশি ইঞ্জিনিয়ার রয়েছে। তারা স্বল্প সময়ে উড়োজাহাজটি মেরামত করে দিতে পারবেন।”