ইউরোপের ফ্লাইট নিয়ে পাকিস্তানের নতুন সিদ্ধান্ত

ইউরোপের ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ই্ন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)। ইউরোপের ফ্লাইট ছয় মাস নিষেধাজ্ঞার চিন্তা করছিল পাকিস্তানের পতাকাবাহী এ এয়ারলাইন্সটি। করোনা সংকটের মুখে তারা এখন ইউরোপের ফ্লাইট বাতিলের পরিকল্পনা থেকে সরে এসেছে তারা। খবর রয়টার্সের।

পাকিস্তানে পাইলটদের ভুয়া সনদ কেলেঙ্কারিতে জুনে পিআইএর ফ্লাইট নিষিদ্ধ করেছিল ইউরোপিয়ান ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ)। ওই সময় বহু পাইলটের সনদ ভুয়া হিসেবে শনাক্ত করে পাকিস্তান।

পিআইয়ের মুখপাত্র আবদুল্লাহ খান বলছেন, এই সময়ে ইউরোপিয়ান ফ্লাইট নিষেধাজ্ঞার আবেদনটি এভিয়েশন বাণিজ্যের বিরুদ্ধে যাবে। এজন্য আমরা আবেদন করিনি। ৩১ আগস্ট ছিল আবেদনের শেষ তারিখ। বিমানের দুই কর্মকর্তা জানিয়েছেন, এভিয়েশনে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন ছাড়া আবেদনটি গ্রহণযোগ্য হবে না। একই সঙ্গে পাইলটদের ভুয়া সনদের বিষয়টি মিমাংসা না হলে আবেদন কার্যকর করা যেত না।

করোনা মহামারীতে ৪ বিলিয়ন ডলার লোকসানের মুখে রয়েছে পিআই্এ। প্রতিষ্ঠানটি টিকে থাকতে যুদ্ধ করছে বলা যায়। মে মাসে অভ্যন্তরীণ ফ্লাইট শুরুর পরই একটি বিমান বিধ্বস্ত হয়ে ৯৭ জনের মৃত্যু হয়। এরপরই ভুয়া সনদধারী পাইলট কেলেঙ্কারি সামনে আসে। আর এর পরিপ্রেক্ষিতে ইএএসএ, যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং অন্যান্য তদারকি সংস্থা পিআইয়ের ফ্লাইটে নিষেধাজ্ঞা দেয়। এই নিষেধাজ্ঞার ফলে পিআইএর লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টারে ফ্লাইট বন্ধ হয়ে যায়।

পিআইএ তাদের অবস্থার পরিবর্তন করতে বর্তমানে ইন্টারন্যাশাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) পরামর্শ নিচ্ছে। আইএটিএ এই সপ্তাহে পিআইএ অডিটে আসবে বলে জানিয়েছেন এয়ারলাইন্সটির মুখপাত্র।

সূত্র: রয়টার্স

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.