বাহরাইনের আকাশেও চলবে ইসরাইল বিমান

ইসরাইলি বিমান এখন থেকে বাহরাইনের আকাশসীমা ব্যবহার করতে পারবে বলে ঘোষণা দিয়েছে বাহরাইন। সৌদি আরবের পর এবার ইসরাইলের জন্য আকাশসীমা উন্মুক্ত করে দিল আরব রাষ্ট্রটি। মার্কিন কর্মকর্তারা সম্প্রতি ইসরাইলের সঙ্গে শান্তি স্থাপনে আলোচনা করতে বাহরাইন যায়। সেই আলোচনা থেকেই বাহরাইন ওই ঘোষণা দিয়েছে। খবর আল জাজিরার ।

বাহরাইনের পরিবহন ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত থেকে আসা ও সংযুক্ত আরব আমিরাতের দিকে যাওয়া সকল ইসরাইলি বিমানকে বাহরাইন তার আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে। এর আগে গত বুধবার সৌদি আরবও বিমান ইসরাইলকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়।

১৩ আগস্ট ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার জন্য একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে। সোমবার একটি প্রতিনিধিদলকে নিয়ে প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পৌঁছায় ইসরাইলি বিমান । এর পরদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং শীর্ষ উপদেষ্টা জারেড কুশনার বাহরাইন সফর করেন। তার সঙ্গে বৈঠকের পরই ইসরাইলি বিমান চলাচলের অনুমতি দিল বাহরাইন।

সূত্র: আলজাজিরা

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.