বিমানবন্দরে সাড়ে ১৫ কেজি মাদক জব্দের ঘটনায় আটক ৬

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি পণ্যের চালানের ৭ কার্টন থেকে প্রায় ১৫ কেজি ৬৫৮ গ্রাম এমফিটামিন জাতীয় মাদকদ্রব‌্য জব্দ করেছে ঢাকা কাস্টম।

বুধবার সিভিল এভিয়েশনের সহযোগিতায় এসব মাদক জব্দ করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন ছয়জনকে আটক করা হয়েছে।

ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ মারুফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান জানিয়েছেন, জব্দ করা মাদকদ্রব‌্য বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হবে।

গত রাত ২টায় বিমানবন্দরে তল্লাশি চালানো হয়। কার্গো চালানটিতে মোট ৩৪০টি কার্টন ছিল।
এগুলো নেপচুন ফ্রেইট লিমিটেড নামের একটি কোম্পানির গার্মেন্টস পণ‌্যের চালান।
কোম্পানিটির মালিকের নাম রুবেল হোসেন। কোম্পানির ঠিকানা রোড ১৪, কেরানীগঞ্জ, ঢাকা।

ইউনাইটেড ট্রেড নামক একটি প্রতিষ্ঠান পণ্যগুলো প্যাকেজিং করে। একটি বিদেশি কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজ রাতে পণ‌্যগুলো হংকংয়ে নেওয়ার কথা ছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.