করোনাভাইরাসে সৃষ্ট মন্দা কাটিয়ে ওঠার চেষ্টা শুরু করেছে সৌদির কার্গো ব্যবসায়ীরা।
কিন্তু সময় মতো বাংলাদেশে পণ্য পাঠাতে পারছে না তারা।
এতে গ্রাহকদের সঙ্গে তিক্ততা বাড়ছে ব্যবসায়ীদের।
সাধারণ প্রবাসীদের অভিযোগ, সৌদিতে পণ্য বুকিং দিয়ে, দীর্ঘদিন অপেক্ষা করলেও স্বজনরা তা পাচ্ছেন না।
ভুক্তভোগী এক ব্যক্তি জানান, ১৫ থেকে ২০ দিনের মধ্যে বুকিং দেয়া মাল পৌঁছোনোর কথা।
কিন্তু তিন চার মাস পার হয়ে গেছে। কবে পাবে; এ বিষয়ে কিছুই জানাতে পারেনি সংশ্লিষ্টরা।
তবে খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলেছেন, গত মার্চ থেকে তারা কোনো শিপমেন্টের ডেলিভারি দিতে পারেননি। এতে প্রবাসীদের ব্যক্তিগত ব্যবহার ও পরিবারের জন্য পাঠানো মালামাল জমেছে কয়েকশ’ টন।