১৯ মে তিন দিনের পর্যটন মেলা

140005858701বিদেশি পর্যটক টানতে আগামী ১৯-২১ মে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা। ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার (বিআইটিএফ) ২০১৬’ এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট (বিএফটিডি)। এটি এ মেলার ষষ্ঠ বছরের আয়োজন। ১৯ মে সকালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ মেলার উদ্বোধন করবেন।
রাজধানীর সোনারগাঁও হোটেলে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় মেলার আয়োজক বিএফটিডি। এ সময় মেলার বিস্তারিত তুলে ধরেন বিএফটিডির নির্বাহী পরিচালক ও মেলা কমিটির সদস্য সচিব রেজাউল একরাম রাজু। সংঠনের প্রেসিডেন্ট এএসএম আবদুল মতিন, সাবেক প্রেসিডেন্ট এইচএম হাকিম আলী, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের জেনারেল ম্যানেজার ইজে ম্যাক ইয়ান এ সময় উপস্থিত ছিলেন।
রেজাউল একরাম বলেন, এ মেলায় প্রথমবারের মতো চীন, মিয়ানমার, ফিলিপাইন, ভুটান অংশগ্রহণ করছে। মেলায় ১১০টি স্টল থাকবে। দেশি-বিদেশি এয়ারলাইন্সসহ ট্যুরিজম সেক্টর প্রতিষ্ঠানগুলো তাদের সেবা তুলে ধরবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। এতে প্রবেশ মূল্য রাখা হয়েছে ২০ টাকা।
এ সময় জানানো হয়, মেলায় দেশি-বিদেশি ৮০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। তিন দিনের এই মেলায় হোটেল, মোটেল এবং ট্যুর অপারেটররা বিভিন্ন প্যাকেজে ব্যাপক ছাড় দেবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.