সৌদিতে যাওয়ার প্লেনের টিকিটের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে বিক্ষোভ করছেন প্রবাসী বাংলাদেশিরা।
তাছাড়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মতিঝিল কার্যালয় অবরুদ্ধ করেন প্রবাসীরা।
মঙ্গলবার সকাল থেকে কয়েকশ’ প্রবাসী বিক্ষোভ করেন।
প্রথমে তারা কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।
পরে মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয় অবরুদ্ধ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেন তারা। এসময় টিকিটের দাবিতে তারা নানা স্লোগান দেন।