কারিশমাকে নিয়ে কারিনার থেকে বেশি চিন্তিত সাইফ

karisma-bg20160509120438কিছুদিন আগে সংসারের ইতি টেনেছেন কারিশমা কাপুর। এরপর থেকে একটু আনমনে রয়েছেন বলিউডের এই অভিনেত্রী। তবে বোনকে এসব ঝামেলা থেকে মুক্ত রাখতে সকল চেষ্টা করে যাচ্ছেন কারিনা কাপুর খান ও তার পরিবার। তবে তাদের থেকেও যিনি সবচেয়ে বেশি কারিশমার খেয়াল রাখছেন তিনি হলেন সাইফ আলি খান।

এ বিষয়ে কারিনার একটি ঘনিষ্ঠসূত্র বলেন, সাইফের খুব ঘনিষ্ঠ কারিশমা। এমনকি বিচ্ছেদ সংক্রান্ত যাবতীয় সমস্যার কথা সবসময় ‘রেস’খ্যাত এই তারকার সঙ্গে শেয়ার করেছেন কারিশমা। এ ছাড়া ৪১ বছর বয়সী এই অভিনেত্রীকে অনেক উপদেশও দিয়েছেন সাইফ।

অন্যদিকে কারিনা বলেন, ‘আমি আমার বোনকে নিয়ে অনেক চিন্তিত থাকি। কিন্তু তার থেকেও বেশি চিন্তিত থাকে ও (সাইফ)। কারিশমা খুব ভালো একজন মানুষ। তবে মজার কথা হলো ও ছোট ভেড়া খু্ব পছন্দ করে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.