অবশেষে টিকিট দেয়া শুরু করেছে সৌদি এয়ারলাইন্স

অবশেষে টিকিট দেয়া শুরু করেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হোটেল সোনারগাঁওয়ের কার্যালয়ে টিকিট দেয়া শুরু করে তারা।

এয়ারলাইন্সটির জিএম জাহিদ হোসেন জানান, রিটার্ন টিকিট কেটে যারা দেশে এসেছিলেন, তারা সবাই পর্যায়ক্রমে টিকিট পাবেন।
এসময় টোকেনধারীদের সুশৃঙ্খলভাবে থাকার অনুরোধ জানান।
সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, করোনা প্রাদুর্ভাব শুরুর আগে রিটার্ন টিকিট কেটে যারা দেশে ফিরেছেন, এখন শুধু তাদের টিকিট দেয়া হবে। নতুন করে কোনও টিকিট ইস্যু করা হবে না।
আজ বৃহস্পতিবার ১ থেকে ৫০০ পর্যন্ত টোকেনধারীদের টিকিট দেয়া হবে।
এছাড়া আগামীকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ৫০১ থেকে ৮৫০, শনিবার (২৬ সেপ্টেম্বর) ৮৫১ থেকে ১২০০ এবং রোববার (২৭ সেপ্টেম্বর) ১২০১ থেকে ১৫০০ টোকেনধারীদের টিকিট দেয়া হবে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.