সৌদিগামী প্রবাসী কর্মীদের জন্য ফ্লাইট বাড়াচ্ছে বিমান সংস্থাগুলো।
এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে।
এ ছাড়া সৌদি এয়ারলাইনসও টিকিট বিক্রি শুরু করেছে।
আটকে পড়া কর্মীদের ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতায় একের পর এক সমাধান আসছে।
বিমান সূত্র জানায়, গত ১৮-২০ মার্চের জেদ্দা এবং ১৮ ও ১৯ মার্চের রিয়াদের বিমানের রিটার্ন টিকিটধারী যাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৯ সেপ্টেম্বর ঢাকা-রিয়াদ ও ৩০ সেপ্টেম্বর ঢাকা-জেদ্দা যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করবে।
১৮-২০ মার্চের জেদ্দা ও ১৮-১৯ মার্চের রিয়াদের ফিরতি টিকিটধারী যাত্রীদের এই ফ্লাইটে বুকিং দিতে বিমান সেলস অফিসে টিকিট, পাসপোর্ট, সৌদি আরব নির্ধারিত অ্যাপ/লিংক থেকে অনুমোদনসহ ২৫ ও ২৬ সেপ্টেম্বর যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি।
বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন বলেন, আগে এলে আগে পাবেন ভিত্তিতে বুকিং হবে।
নতুন ফ্লাইট অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে অন্য যাত্রীদেরও বুকিংয়ের জন্য অবহিত করা হবে।