এভিয়েশন নিউজ: স্বর্ণ চোরাচালান মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন ক্যাপ্টেনসহ পদস্থ ৪ কর্মকর্তার গ্রেফতার হলে তাদের জবানবন্দিতে নাম আসে ডেপুটি চীফ অব ট্রেনিং ফার্স্ট অফিসার ক্যাপ্টেন শামীম নজরুলের। এরই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সকালে তিনি পদত্যাগপত্র জমা দেন।
গত ১৯ নভেম্বর স্বর্ণ চোরাচালানে জড়িত থাকার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এমদাদ হোসেন, প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং প্রধান ক্যাপ্টেন আবু মোহাম্মদ আসলাম শহীদ, শিডিউল ম্যানেজার তোজাম্মেল হোসেন, উত্তরার ফারহান মানি এক্সচেঞ্জের মালিক হারুন অর রশিদ এবং বিমানের ঠিকাদার মাহমুদুল হক পলাশসহ মোট পাঁচজনকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আদালত তাদের চারদিনের রিমান্ড মঞ্জুর করলে জিজ্ঞাসাবাদে তারা ক্যাপ্টেন এবং জিএমের সরাসরি সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেন। রিমান্ডে আসামিরা নিজেদের সংশ্লিষ্টতাসহ প্রতিটি স্বর্ণ চোরাচালানের সময় বিমানের কার কী ভূমিকা ছিল, সে বিষয়ে তথ্য দেন। তবে আসামিদের প্রত্যেকেই ওই তিনজনের সংশ্লিষ্টতার বিষয়ে একই ধরনের তথ্য দিয়েছেন বলে জানান গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা।