আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন সংগীতজ্ঞ আপেল মাহমুদ, সংগীতশিল্পী বারী সিদ্দিকী ও জনপ্রিয় কমেডি অভিনেতা টেলিসামাদ। গুণী এই শিল্পীদের আজীবন সম্মাননা প্রদান করতে যাচ্ছে বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস)।
আজ শুক্রবার (১৩ মে) বিকেল ৫ টায় মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে (বাবিসাস) এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ধ্রুব মিউজিক স্টেশন বাবিসাস অ্যাওয়ার্ড ২০১৫’। অনুষ্ঠানে এ গুণী শিল্পীদের এই সম্মাননা প্রদান করা হবে।
এ অনুষ্ঠানে চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, মঞ্চ, নৃত্য, বিজ্ঞাপনচিত্রসহ বিভিন্ন বিভাগে গুণী তারকা কলা-কুশলীদেরও অ্যাওয়ার্ড প্রদান করা হবে। একইসঙ্গে থাকবে তাদের মনোমুগ্ধকর পরিবেশনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী মজিবুল হক মুজিব (এমপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার (এমপি), বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, ধ্রুব মিউজিক স্টেশনের কণ্ঠশিল্পী ধ্রুব গুহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাবিসাস এর সভাপতি আবুল হোসেন মজুমদার।