সিনেমার অভিনয় করতে এসে অভিনেত্রীদের নানারকম কুপ্রস্তাব বা হয়রানির খবর নতুন কিছু নয়। এবার শুটিং সেটে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন ভারতের কেরালা সিনেমার এক অভিনেত্রী।
অভিনেত্রীর অভিযোগ, কিছুদিন আগে সিনেমার প্রস্তাব নিয়ে তার কাছে যান পরিচালক। চিত্রনাট্য পছন্দ হওয়ায় তিনিও রাজি হয়ে যান। সিনেমার শুটিংও শুরু হয়। কিন্তু তারপরই বাধে বিপত্তি। হঠাৎ শুটিং সেটে সকলের সামনে পোশাক ছিঁড়ে দেওয়া হয় ওই অভিনেত্রীর। এতে ভীষণ বিব্রতকর অবস্থায় পড়ে যান তিনি।
অভিনেত্রী আরো জানান, তিনি যখন চিত্রনাট্যটি পড়েছিলেন তখন কোথাও পোশাক ছিঁড়ে দেওয়ার কোনো বিষয় উল্লেখ ছিল না।
পরে তিনি থড়ুপুঝা থানায় গিয়ে স্নেহাজিৎ নামের ওই পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ এ বিষয়ে মামলা গ্রহণ করেছে বলে জানা গেছে।
অভিনেত্রীর নাম প্রকাশ করা হয়নি। তবে তিনি ত্রিসুরের বাসিন্দা বলে জানানো হয়েছে। দাইভাম সাক্ষী শিরোনামের একটি সিনেমার শুটিং করছিলেন তিনি।