এইচএম দেলোয়ার, এভিয়েশন নিউজ: ঘুষখোর দুর্নতিবাজ দুই দুইবার সাসপেন্ডকৃত প্রকৌশলিী মিহির চন্দ্র দেকে আবার সিভিল এভিয়েশনের ইএম বিভাগের ডিভিশন-৩ -এ বদলি করার পায়তারা করা হচ্ছে বলে অভিযোগ ওঠেছে।
গত ৫ জানুয়ারি তাকে ওই ডিভিশনে বদলি করার সুপারিশ করে প্রধান প্রকৌশলরি দপ্তর থেকে সিএএবির প্রশাসন শাখায় তালিকা পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সিএএবি সূত্রে জানা গেছে , ২ লাখ টাকা ঘুষ চাওয়া এবং ৭ দিনের মধ্যে দাবিকৃত ঘুষ না দিলে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার অভিযোগে উক্ত প্রকৌশলী মিহির দের বিরুদ্বে মেসার্স কীকো ইন্টারন্যাশনালের প্রোপাইটর মো. কামরুল ইসলাম বাদি হয়ে বিমানবন্দর থানায় সাধারন ডায়রি করেন যার নং- ১২৯৫ তারিখঃ ৩০-৭-২০১২ ইং।
এর আগে সিএএবির দপ্তর থেকে গুরুতর অসদাচরনের অভিযোগে তাকে সিএএবির প্রবিধানমালা ১৯৮৮ এর ৪৫ (১) এর প্রবিধি মোতাবেক সাসপেন্ড করা হয়। যার স্মারকনং- সিএএবি/প্রঃ/ পিএফ-১১১ (অংশ)/৩৮০৪ তারিখঃ ১৮-০৫-২০০৯।