শ্রীলঙ্কায় বোরকা নিষিদ্ধ ও মাদ্রাসা বন্ধ হচ্ছে

শ্রীলঙ্কান মুসলিম নারীদের জন্য বোরকা নিষিদ্ধ ও এক হাজারেরও বেশি মাদ্রাসা বন্ধ করতে যাচ্ছে দেশটির সরকার।

শনিবার দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী সারাথ বিরাসিকিরা জানান, জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় মুসলিম নারীর সম্পূর্ণ মুখ ঢাকা বোরকা পরা নিষিদ্ধের একটি প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হয়েছে।

শুক্রবার তিনি এতে স্বাক্ষর করেছেন। ‘আগে মুসলিম নারী ও কিশোরীরা বোরকা পরতো না। এটি ধর্মীয় উগ্রপন্থার চিহ্ন, যেটি সম্প্রতি দেখা গেছে। আমরা নিশ্চিতভাবেই এটি নিষিদ্ধ করতে যাচ্ছি।’

বিরাসিকিরা জানিয়েছেন, জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে যাওয়ায় সরকার এক হাজারের বেশি মাদ্রাসা বন্ধের পরিকল্পনা করছে। যে কেউ চাইলে স্কুল খুলে যা খুশি তাই শিশুদের শিক্ষা দিতে পারবে না।

প্রসঙ্গত, ২০১৯ সালে ঘটনার পর বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে বোরকা পরার ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ওই ঘটনায় শ্রীলঙ্কার কয়েকটি গির্জা ও হোটেলে সন্ত্রাসীদের হামলায় ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.