মিয়ানমারের ইয়াঙ্গুনের কয়েকটি স্থানে ‘মার্শাল ল’ জারি

মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুনের কয়েকটি এলাকায় অংশবিশেষে ‘মার্শাল ল’ জারি করেছে জান্তা সরকার। আজ আদালতে হাজির করা হতে পারে দেশটির ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে।

গতকাল রবিবার মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে কমপক্ষে ৩৯ জন নিহত হন। এ নিয়ে দেশটিতে সেনাশাসনবিরোধী বিক্ষোভে মোট ১২৬ জন নিহত হলেন। পর্যবেক্ষণ সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস এ তথ্য জানিয়েছে। অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত দুই হাজারের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে।

গতকালের বিক্ষোভ-সহিংসতার জেরে ইয়াঙ্গুনের হ্লাইংথায়া ও সুয়েপিয়েথা এলাকায় মার্শাল ল জারি করা হয়েছে।

দেশটির গণতন্ত্রপন্থীরা মিয়ানমারে এক দিনে সর্বোচ্চসংখ্যক প্রাণহানির পরদিন সেনা অভ্যুত্থানবিরোধী আরও বিক্ষোভের পরিকল্পনা নিয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.