পুলিশসহ চার শতাধিক মানুষ মিয়ানমার থেকে আশ্রয় নিয়েছে ভারতে

পুলিশসহ চার শতাধিক মানুষ মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশ ভারতে।

পালিয়ে আশ্রয় নেওয়াদের মধ্যে পুলিশ ছাড়া অনেক জেলেও রয়েছেন। তারা ভারতের মিজোরাম রাজ্যে গিয়ে পালিয়ে আশ্রয় নিয়েছেন। খবর রয়টার্সের।

পালিয়ে আসা পুলিশ জানিয়েছে, সামরিক জান্তা সরকার তাদের আন্দোলনকারী নিরপরাধ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছে।

এ মানবতাবিরোধী কাজ থেকে নিজেদের বিরত রাখতে বাধ্য হয়ে তারা ভারতে আশ্রয় চেয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক মিজোরামের এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, গত শুক্রবারও ১১৬ পুলিশ মিয়ানমার থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন।

পুলিশ সদস্যরা তাদের পোশাক খুলে পলিথিনে ভরে সাদা পোশাকে সীমান্ত দিয়ে ভারতে আসেন।

এভাবে মিয়ানমার থেকে পালিয়ে যাতে ভারতে আর কেউ প্রবেশ করতে না পারে, এ জন্য পার্বত্য ওই রাজ্যে টহল বৃদ্ধি করতে নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে এ পর্যন্ত পুলিশের গুলিতে ১৪০ জন আন্দোলনকারী নিহত হয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.