কাল আসছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী

আগামীকাল সোমবার মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে ঢাকা আসছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী।

সকালে তিনি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাংলাদেশের প্রতি নেপালের জনগণের শুভেচ্ছার নিদর্শন দেখাতেই তাঁর এ সফর।

সফরসূচি অনুসারে নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী সফরকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর পৃথক বৈঠক হবে।

ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর স্মারক বক্তব্য দেবেন বিদ্যাদেবী ভান্ডারী। নেপালের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকালে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি সই হবে। তার মধ্যে আছে পর্যটন, সাংস্কৃতিক বিনিময় ও কৃষি খাতে সহযোগিতা চুক্তি। এসব চুক্তি ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এ ছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে আলোচনা করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.