আরব আমিরাতের আবুধাবির ‘বিগ টিকেট’ র্যাফেল ড্রয়ে এক কোটি দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ২৩ কোটি টাকা) জিতেছেন প্রবাসী বাংলাদেশি শাহেদ আহমেদ মৌলভী।
মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ জানায়, ৫৫ বছর বয়স্ক শাহেদ শনিবার ‘বিগ টিকেট’ এর র্যাফেল ড্রয়ে প্রথম পুরষ্কার জিতেছে। তিনি চট্টগ্রামের বাসিন্দা। গত ৪০ বছর ধরে শাহেদ আমিরাতের আল আইন শহরে বাস করছেন। তিনি একটি কার ওয়ার্কশপের মালিক।
লটারি জেতার পর শাহেদ আহমেদ গালফ নিউজকে জানিয়েছেন, গত ২৬ মার্চ ‘বিগ টিকেট’র ২২৬ নম্বর র্যাফেল ড্রয়ের জন্য তিনি ৫০০ দিরহাম দিয়ে ০০৮৩৩৫ নম্বরের টিকেটটি কিনেছিলেন।
শাহেদ জানান, আমিরাতে স্ত্রী, তিন ছেলে ও মেয়েকে নিয়ে যেতে চান। এছাড়াও, তিনি চট্টগ্রামে বাড়ি তৈরির ইচ্ছার কথাও জানিয়েছেন।
তিনি বলেন, ‘আপাতত আমি এই দুই পরিকল্পনা করেছি। আমি খুব খুশি, আমি এই প্রথমবারের মতো (এই লটারি) জিতেছি।