চীনের একটি বিমানবাহী রণতরী প্রশান্ত মহাসাগরে জাপানের সীমানার কাছে উপস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছে জাপান।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৪ এপ্রিল) সকাল ৮টার দিকে জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নাগাসাকির দানজো দ্বীপ থেকে ৪৭০ কিলোমিটার দূরে চীনের বিমানবাহী রণতরী লিয়নিংয়কে দেখা গেছে। এ সময় ওই রণতরীর পাশে আরও পাঁচটি সামরিক জাহাজ ছিল।
এরপর চীনা রণতরীর বহরকে ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মাঝখান দিয়ে চলে যেতে দেখা যায়।
২০২০ সালের এপ্রিলের পর আবার চীনের ওই বিমানবাহী রণতরীকে প্রশান্ত মহাসাগরে দেখা গেল।