চীনের বিমানবাহী রণতরী জাপানের সীমানার কাছে 

চীনের একটি বিমানবাহী রণতরী প্রশান্ত মহাসাগরে জাপানের সীমানার কাছে উপস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছে জাপান।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৪ এপ্রিল) সকাল ৮টার দিকে জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নাগাসাকির দানজো দ্বীপ থেকে ৪৭০ কিলোমিটার দূরে চীনের বিমানবাহী রণতরী লিয়নিংয়কে দেখা গেছে। এ সময় ওই রণতরীর পাশে আরও পাঁচটি সামরিক জাহাজ ছিল।

এরপর চীনা রণতরীর বহরকে ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মাঝখান দিয়ে চলে যেতে দেখা যায়।

২০২০ সালের এপ্রিলের পর আবার চীনের ওই বিমানবাহী রণতরীকে প্রশান্ত মহাসাগরে দেখা গেল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.