‘বাংলাদেশ মার্কিন বিনিয়োগকারীদের লাভজনক গন্তব্য’

টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, দ্রুত বর্ধনশীল বাজার গড়ে ওঠা বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য একটি লাভজনক গন্তব্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন বৈদেশিক সাহায্যনির্ভরতা কমিয়েছে।
ফলে লাখ লাখ যুবকের কর্মসংস্থান সৃষ্টির জন্য সরাসরি বিদেশি বিনিয়োগের প্রয়োজনীয়তাও বেড়েছে।
ফলে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, দ্রুত বর্ধনশীল অভ্যন্তরীণ বাজার এবং ক্রমবর্ধমান কানেক্টিভিটির সঙ্গে চার বিলিয়ন মানুষের বিশাল আঞ্চলিক বাজার মার্কিন ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের জন্য লাভজনক বিনিয়োগ গন্তব্য।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.