মালয়েশিয়ায় অনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশিসহ ৪ নারী গ্রেফতার

মালয়েশিয়া পুলিশ অনৈতিক কর্মকাণ্ডের দায়ে একটি হোটেল থেকে বাংলাদেশিসহ চার নারীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে জেলা পুলিশ সদর দফতরের অপরাধ তদন্ত বিভাগের (বিএসজে) একটি দল অভিযান চালিয়ে রাজধানী কুয়ালালামপুরের জালান নাগাসারির একটি হোটেল থেকে এদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি, দুজন থাই এবং একজন উগান্ডার।

বুধবার এক বিবৃতিতে সহকারী কমিশনার মোহামাদ জয়নাল আবদুল্লাহ জানিয়েছেন, অভিযানের সময় বাংলাদেশি নারী ওই হোটেল এলাকায় তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করছিলেন এবং অন্য তিন নারী অনৈতিক কাজে লিপ্ত ছিল।

অভিযানে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। দণ্ডবিধি ৩৭৩ ও ৩৭২ বি এবং ইমিগ্রেশন আইনে অধিক তদন্তে, গ্রেফতারকৃতদের ১৭ এপ্রিল পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.