ফ্রান্স দূতাবাস ই-মেইলের মাধ্যমে পাকিস্তানে ফ্রান্সবিরোধী বিক্ষোভ ফরাসিদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি হওয়ায় সকল নাগরিক ও প্রতিষ্ঠানগুলোকে সাময়িকভাবে পাকিস্তান ছাড়ার পরামর্শ দিয়েছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পাকিস্তানে ফরাসি দূতাবাস নাগরিকদের ই-মেইলে চলমান বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে পাকিস্তান থেকে ফরাসি নাগরিকদের দেশে ফিরে যেতে বলা হয়।
এছাড়াও পাকিস্তানে অবস্থানরত ফ্রান্সের সংস্থাগুলোকে আপাতত সকল ধরনের কাজ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ফ্রান্স টোয়েন্টিফোরের এক প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সবিরোধী বিক্ষোভ চলায় পাকিস্তানের ফরাসি দূতাবাস ফরাসি নাগরিকদের এবং ফরাসি সংস্থাগুলোকে সাময়িকভাবে দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে।