পর্যটন নগরী কক্সবাজার রুটে বিমান চলাচলে স্বস্তি প্রকাশ

প্রায় দুই মাস করোনাভাইরাস মহামারির মধ্যে বন্ধ থাকার পর ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজার রুটে যাত্রীবাহী বিমান চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (০১ জুন) থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ তিনটি বিমান সংস্থাকে ফ্লাইট চলানোর অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ- বেবিচক।

দীর্ঘদিন পর ফের ঢাকা-কক্সবাজার রুটে বিমান চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। আর সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনেই যাত্রীসেবা দেয়া হচ্ছে বলে জানিয়েছে বেসরকারি এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

কক্সবাজার বিমান বন্দরে বেলা ১১টায় প্রথমে পৌঁছে নভোএয়ার; এরপর ১০ মিনিট পরে পৌঁছে ইউএস-বাংলা।

করোনার কারণে বিমান থেকে যাত্রী নামার ক্ষেত্রে ছিল ‘সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি’ মানার বাধ্যবাধকতা। আর যেসব যাত্রী ঢাকা থেকে এসেছেন তারা বলছেন, বন্দিদশা থেকে মুক্তির জন্যেই কক্সবাজারে ছুটে আসা তাদের।

ইউএস বাংলা এয়ারলাইন্স এর সিনিয়র এক্সিকিউটিভ ইসাত হাসান চৌধুরী ও নভোএয়ার এয়ারলাইন্স এর রেজিস্ট্রার ম্যানেজার সরওয়ার কাদের জানান, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করা চলা হচ্ছে।

গত ৫ এপ্রিল থেকে করোনাভাইরাস মহামারি দ্বিতীয় ঢেউয়ের কারণে যাত্রীবাহী ফ্লাইট বন্ধ ছিল। তবে ২১ এপ্রিল থেকে কক্সবাজার ছাড়া অভ্যন্তরীণ অন্য রুটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চালু করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.