বলিউড সুপারস্টার শাহরুখ খান ও বলিউড তারকা আলিয়া ভাট পর্দায় জুটি বাঁধছেন সে খবর পুরনো। তবে শাহরুখ ভক্তদের জন্য নতুন খবর হলো শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে এই তারকা জুটি অভিনীত প্রথম ছবিটি। ছবিটির নাম দেয়া হয়েছে ‘ডিয়ার জিন্দেগী’।
ব্যতিক্রমী রোমান্টিক গল্প নিয়ে নির্মিত ছবিটিতে শাহরুখের প্রেমিকা হিসেবে দেখা যাবে আলিয়াকে। তবে আলিয়ার বিপরীতে শুধু শাহরুখই নন, থাকছেন আরো চার নায়ক। তারা হলেন- আদিত্য রায় কাপুর, আলি জাফর, কুনাল কাপুর ও আংগাদ বেদী।
রোমান্টিক ঘরনার ছবিটিতে যৌথ প্রযোজনা করেছেন শাহরুখ ও করণ জোহর।
শিডিউল জটিলতা থেকে বাঁচতে আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে মুক্তি দেয়ার কথা রয়েছে ছবিটি।