টানা দ্বিতীয় দিন রাজধানীতে শতাধিক মৃত্যু

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ছিল ১০১ জন।
এ নিয়ে ঢাকা বিভাগে করোনায় টানা দুদিন শতাধিক রোগীর মৃত্যু হলো।

এদিকে, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত ২৪১ জনের মধ্যে পুরুষ ১২৮ এবং নারী ১১৩ জন।
তার মধ্যে সরকারি হাসপাতালে ১৮৮ জন, বেসরকারি হাসপাতালে ৪৪ এবং বাড়িতে ৯ জনের মৃত্যু হয়।
এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ হাজার ৬৫২ জনে।

নতুন মৃত ২৪১ জনের মধ্যে বিভাগওয়ারি হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ১০৫ জন, চট্টগ্রামে ৫৯, রাজশাহীতে ১২, খুলনায় ৩০, বরিশালে ১২, সিলেটে সাত, রংপুরে ১০ এবং ময়মনসিংহ বিভাগে ছয়জনের মৃত্যু হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.