বঙ্গোপসাগরে বাড়ছে জলদস্যুর তাণ্ডব

বঙ্গোপসাগর উপকূলে জলদস্যুদের তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় ট্রলার মালিক ও মাঝি মাল্লারা।
গত সপ্তাহে অন্তত ৩০টি ফিশিং ট্রলার জলদস্যুদের আক্রমণের শিকার হয়েছে।
মুক্তিপণ আদায়ে ৫০ জন মাঝি-মাল্লাকে জিম্মি করেছে তারা।
ফিশিং বোট ও মাঝিমাল্লা অপহরণ, গুম, খুন ও মুক্তিপণ আদায় নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে ।

গত শুক্রবার কুতুবদিয়া উপকূলের কাছে ১৫টি ফিশিং ট্রলারে হানা দিয়েছে জলদস্যূরা।
অন্তত ৫০ জন মাঝি-মাল্লাকে জিম্মি করে চাঁদা দাবি করছে ১ কোটি টাকা।

স্থানীয় ট্রলার মালিক আবুল কালাম জানান, ‘‘ইতি মধ্যে কোটি টাকার ওপরে আমরা ঋণ নিয়েছি।
ওই টাকা দিয়ে মাছ ধরার জন্য মাঝি-মাল্লারা ট্রলার নিয়ে সাগরে গিয়েছিল।
এখন তারা সবাই জলদস্যুদের হাতে জিম্মি। তাদের দাবি মতো টাকা দেয়ার কোনো সুযোগ আমাদের নেই। আমরা এখন নিঃস্ব।”

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.