বঙ্গোপসাগর উপকূলে জলদস্যুদের তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় ট্রলার মালিক ও মাঝি মাল্লারা।
গত সপ্তাহে অন্তত ৩০টি ফিশিং ট্রলার জলদস্যুদের আক্রমণের শিকার হয়েছে।
মুক্তিপণ আদায়ে ৫০ জন মাঝি-মাল্লাকে জিম্মি করেছে তারা।
ফিশিং বোট ও মাঝিমাল্লা অপহরণ, গুম, খুন ও মুক্তিপণ আদায় নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে ।
গত শুক্রবার কুতুবদিয়া উপকূলের কাছে ১৫টি ফিশিং ট্রলারে হানা দিয়েছে জলদস্যূরা।
অন্তত ৫০ জন মাঝি-মাল্লাকে জিম্মি করে চাঁদা দাবি করছে ১ কোটি টাকা।
স্থানীয় ট্রলার মালিক আবুল কালাম জানান, ‘‘ইতি মধ্যে কোটি টাকার ওপরে আমরা ঋণ নিয়েছি।
ওই টাকা দিয়ে মাছ ধরার জন্য মাঝি-মাল্লারা ট্রলার নিয়ে সাগরে গিয়েছিল।
এখন তারা সবাই জলদস্যুদের হাতে জিম্মি। তাদের দাবি মতো টাকা দেয়ার কোনো সুযোগ আমাদের নেই। আমরা এখন নিঃস্ব।”