মিসরের রাজধানী কায়রো থেকে ইসরাইলের তেল আবিবের মধ্যে গোপনীয়তার সাথে ৩৯ বছর ধরে যোগাযোগ রেখে চলেছে একটি ‘অস্তিত্বহীন’ বিমানসংস্থা।
মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ১৯৭৯ সালে ইসরাইল এবং মিসরের মধ্যে শান্তি চুক্তি হয়েছিল। চুক্তির অন্যতম শর্ত ছিল, দুই দেশের মধ্যে বিমান চলাচল শুরু করতে হবে।
চুক্তিমতে ১৯৮২ সালে এয়ার সিনাই তৈরি করে মিসর।
এর মাধ্যমে মিসরের কায়রো এবং ইসরাইলের তেল আবিবের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়।
এয়ার সিনাইয়ের এই বিমান রুটে আগে মিসরের ইজিপ্টএয়ার সংস্থার নেফারতিতি অ্যাভিয়েশনের বিমানের চলাচল ছিল।
পরবর্তীকালে এই রুটেই এয়ার সিনাই নামে ওই বিমান চলাচল শুরু হয়।
কিন্তু ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তি এবং পরবর্তীকালে দুই দেশের মধ্যে বিমান চলাচলে রাজনৈতিক চাপে পড়ে মিসর।
ওই চুক্তির পরই আরব দেশগুলো মিসরকে বয়কট করে।
ভেতর এবং বাইরে এভাবে চাপের মধ্যে মিসর সম্পূর্ণ ‘অভূতপূর্ব’ একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।
এই রুটে বিমান চলাচল বন্ধ করে দেয় তারা। অন্যদিকে, মিসরকে শান্তি চুক্তির শর্তের কথাও
মাথায় রাখতে হয়েছিল।
চুক্তির শর্ত যাতে না ভাঙে, সে জন্য একপ্রকার লুকিয়ে এই রুটে বিমান চালানো অব্যাহত রাখে মিসর।