ভারতীয় প্রধানমন্ত্রীর নতুন বিমান

2016_06_23_17_00_17_h3pGqRvO4Vql49bbnWvjcl0KcTHkc5_originalভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় বসার পর এ পর্যন্ত ভ্রমণ করেছেন ৩৫টিরও বেশি দেশে। তার ভ্রমণ বাজেটও কম নয়। ২০১৪-১৫ তে তার ভ্রমণ বাজেট ছিল ৩১৭ কোটি রুপি। ২০১৫-১৬ তে ২৬৯ কোটি রুপি। যে বিমানে করে মোদি ভ্রমণ করেন সেটি কোনো সাধারণ বিমান নয়। তবে সব বিমানকে পেছনে ফেলে নতুন একটি বিমানে চড়ার পরিকল্পনা করছেন ভারতের এই দাপুটে প্রধানমন্ত্রী।

রাষ্ট্রীয় বিমানসংস্থা এয়ার ইন্ডিয়া প্রধানমন্ত্রীর জন্য নতুন একটি বিমান কেনার ঘোষণা দিয়েছে। বিমানটি তৈরি করবে মার্কিন কোম্পানি বোয়িং, এটির মডেল হবে বোয়িং ৭৭৭- ৩০০। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে বিমানে চড়ে সেই এয়ার ফোর্স ওয়ানের মতো মোদির বিমানটিতেও থাকবে অ্যান্টি মিসাইল টেকনোলজি (ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রযুক্তি)। রকেটের আক্রমণকেও প্রতিহত করতে পারবে বিমানটি।

মাঝ আকাশেও বিমানটি জ্বালানি নিতে সক্ষম। এই বিমানের ভেতরে রয়েছে একটি স্বয়ংসম্পূর্ণ অপারেশন থিয়েটার। রয়েছে একটি এক্সিকিউটিভ কার্যালয়।

নরেন্দ্র মোদি হোটেলে থাকতে অপছন্দ করেন না। মূলত হোটেলকে এড়িয়ে চলেন। তাই এই বিমানে থাকছে তার জন্য একটি সুন্দর শয়নকক্ষ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.