জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
১৫ আগস্ট সকালে মিশন চত্বরে আনুষ্ঠানিকভাবে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি সবার উপস্থিতিতে জাতীয় পতাকা অর্ধনমিত করেন।
এরপর রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপত্বিতে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনু’ষ্ঠানের শুরুতেই দূতাবাসের সব কর্মকর্তা কর্মচারী, প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি অতিথিরা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া রাষ্ট্রপতির বাণী এবং দূতাবাসের মিনিস্টার এম মুর্শীদুল হক খান প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন।