ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ করল তালেবান

তালেবানের কাবুল নিয়ন্ত্রণের প্রভাব পড়েছে ভারত ও আফগানিস্তানের বাণিজ্যিক সম্পর্কে।
আপাতত দুদেশের মধ্যে পণ্য পরিবহণ বন্ধ রয়েছে।
যার জেরে গত কয়েক দিন ধরে আমদানি ও রপ্তানি বন্ধ রয়েছে।

ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আনন্দবাজার।

সংস্থাটির মহাপরিচালক অজয় সহায় বলেন, পাকিস্তানের যে পথ ধরে পণ্য পরিবহণ হত তা বন্ধ করে দিয়েছে তালেবান।
ওই পথ ধরেই আফগানিস্তান থেকে ভারতে পণ্য আসত।
যা গত কয়েক দিন ধরে বন্ধ রয়েছে।

তিনি বলেন, বাণিজ্য এবং বিনিয়োগের ব্যাপারে দুদেশের সম্পর্ক দীর্ঘদিনের।
এ ব্যাপারে আমরা আফগানিস্তানের সবচেয়ে বড় সহযোগী।
২০২১ সালে সে দেশে আমাদের রপ্তানির অঙ্ক ছিল ৮৩.৫ কোটি ডলার।
৫১ কোটি ডলারের পণ্য আমরা আমদানি করেছি সে দেশ থেকে।

এ ছাড়াও ভারত আফগানিস্তানে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করেছে বলেও জানিয়েছেন অজয় সহায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.