এয়ারলাইন্স ব্যবসা জমজমাট

561599_423259247722607_1524768278_n.1ঈদ ট্যুরিজমে এবার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে এয়ারলাইন্স ব্যবসা জমজমাট। যে কারণে ঈদের চাপ বেড়েছে আকাশ ভ্রমণে। ঈদুল ফিতরের এক সপ্তাহ আগে ও পরের টিকিট ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আর এ সুযোগে দেশী-বিদেশী এয়ারলাইন্সগুলো টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। ঈদকে কেন্দ্র করে যাত্রী আকর্ষণ করতে বিভিন্ন এয়ারলাইন্স ছেড়েছে নিত্যনতুন আন্তর্জাতিক প্যাকেজ। সংশ্লিষ্টরা এর নাম দিয়েছে ঈদ ট্যুরিজম। উচ্চবিত্ত ও মধ্যবিত্তদের কথা চিন্তা করে এসব প্যাকেজ তৈরি করা হয়েছে বলে জানান এয়ারলাইন্স ব্যবসায়ীরা। আন্তর্জাতিক ট্যুরিজমে ইতিমধ্যে সবচেয়ে বেশি টিকিট বিক্রি করেছে ঢাকা-ব্যাংকক, ঢাকা-সিঙ্গাপুর, ঢাকা-মিসর, ঢাকা-মালয়েশিয়া ও ঢাকা-ইন্ডিয়া রুটের এয়ারলাইন্সগুলো। আর অভ্যন্তরীণ রুটে আছে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-সিলেট রুটের এয়ারলাইন্সগুলো।
রাষ্ট্রীয় ক্যারিয়ার বিমান ছাড়াও রিজেন্ট এয়ারওয়েজ, নভো এয়ার, ইউএস বাংলা, এমিরেটস, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতার, কুয়েত, এয়ার এরাবিয়া, এয়ার এশিয়া, ফ্লাই দুবাই, ইতিহাদের সংশ্লিষ্ট রুটের অগ্রিম টিকিট বিক্রি প্রায় শেষ। এ টু জেড এয়ার সার্ভিসের সহকারী ম্যানেজার তোফাজ্জেল হোসেন তোফা  জানান, এক মাস আগে ঈদের ৩ দিন আগে ও ৩ দিন পরের টিকিট শেষ হয়ে গেছে। কিছু কিছু এয়ারলাইন্সের টিকিট পাওয়া গেলেও সেগুলোর দাম আকাশচুম্বী। তিনি বলেন, এ বছর দেশীয় ট্যুরিজমের চেয়ে আন্তর্জাতিক ট্যুরিজমের চাপ বেড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, সড়ক আর নৌপথের বিড়ম্বনা এড়াতে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তরা ঈদের এক মাস আগ থেকেই বিমানের টিকিট ক্রয় শুরু করেন। যার কারণে ১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত বেশিরভাগ এয়ারলাইন্সের টিকিট নেই। আবার ৮ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত ফিরতি ফ্লাইটগুলোতে টিকিট নেই। কিছু টিকিট বিক্রি হলেও সেগুলোর দাম বেশি। যাত্রীরা বলেছেন, অন্যান্য সময়ের তুলনায় এই ১৫ দিনের টিকিটের দাম স্বাভাবিকের তুলনায় ৩-৪ গুণ বেশি। তবে এয়ারলাইন্স সংস্থাগুলো বলেছে, তারা দাম বাড়ায়নি। টেকনিক্যালি দাম বেড়ে গেছে। এর ব্যাখ্য দিতে গিয়ে তারা জানিয়েছে, একটি এয়ারলাইন্সে ৪ ধরনের শ্রেণী থাকে। অভ্যন্তরীণ রুটে ২৭০০ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত এসব ক্লাসের মূল্য পার্থক্য। কিন্তু ঈদের আগে ও পরে ১৫ দিন কোনো শ্রেণী রাখা হয় না। সব শ্রেণীই সর্বোচ্চ রেটের অর্থাৎ বিজনেস ক্লাসে রূপান্তরিত করা হয়। যদিও বিজনেস ক্লাসের কোনো সুযোগ-সুবিধা রাখা হয় না ফ্লাইটে।
ঈদ উপলক্ষে নভোএয়ারের অতিরিক্ত ফ্লাইট
ঈদুল ফিতর উপলক্ষে অভ্যন্তরীণ পাঁচটি রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে দেশের প্রিমিয়াম ও সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। রুটগুলোর মধ্যে রয়েছে সৈয়দপুর, যশোর, কক্সবাজার, রাজশাহী ও বরিশাল।
নভোএয়ারের যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে সৈয়দপুর ও যশোর রুটে ১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত ও ৮ জুলাই থেকে ১১ জুলাই এবং কক্সবাজার রুটে ৭ জুলাই থেকে ১০ জুলাই নিয়মিত সিডিউল ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত ১টি করে ফ্লাইট পরিচালনা করা হবে। এছাড়াও ঈদের আগে নিয়মিত সিডিউল ফ্লাইটের পাশাপাশি রাজশাহীতে ২, ৩ ও ৫ জুলাই এবং বরিশালে ৪ জুলাই অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হবে।
ঈদ উপলক্ষে যাত্রীদের জন্য বিভিন্ন রুটে নভোএয়ার দিয়েছে বিশেষ মূল্য ছাড়। যাত্রীরা ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সৈয়দপুর, যশোর, রাজশাহী ও বরিশাল থেকে ঢাকায় ভ্রমণ করতে পারবেন মাত্র ১৮৮০ টাকায়। এছাড়া ৮ থেকে ১৪ জুলাই পর্যন্ত ঢাকা থেকে সৈয়দপুর, যশোর, রাজশাহী ও বরিশাল ভ্রমণ করতে পারবেন মাত্র ১৮৮০ টাকায়।
আকর্ষণীয় ভাড়ায় ইউএস-বাংলা’য় ঈদ ভ্রমণ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট দিচ্ছে বাংলাদেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। এ সুযোগ ঈদ-পূর্ববর্তী ১ থেকে ৭ জুলাই এবং ঈদ-পরবর্তী ৮ থেকে ১৪ জুলাই পর্যন্ত থাকবে। ঈদ-পূর্ববর্তী ১ থেকে ৭ জুলাই পর্যন্ত সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ যশোর, রাজশাহী, বরিশাল ও সৈয়দপুর থেকে ঢাকা এবং ঈদ-পরবর্তী জুলাই ৮ থেকে ১৪ তারিখ পর্যন্ত ঢাকা থেকে যশোর, রাজশাহী, বরিশাল ও সৈয়দপুর মাত্র ১৯৯৯ টাকা ওয়ানওয়ে ভাড়া নির্ধারণ করা হয়েছে। বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন যশোর ও সৈয়দপুরে দুটি ফ্লাইট পরিচালিত হয়। এছাড়া ঢাকা থেকে বরিশাল সপ্তাহে ৪টি ফ্লাইট রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার এবং ঢাকা থেকে রাজশাহী সপ্তাহে ৩টি ফ্লাইট শনি, সোম ও বুধবার পরিচালিত হয়।
বিস্তারিত তথ্যের জন্য ০১৭৭৭৭৭৭৮০০-৮০৩ এবং ০১৭৭৭৭৭৭৮৯৯-৯০০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম রুটে রিজেন্ট এয়ারের ভাড়া মাত্র ২৭০০ টাকা
ঢাকা-চট্টগ্রাম রুটে সর্বনিু ভাড়ায় বিমান ভ্রমণের সুযোগ দিয়েছে রিজেন্ট এয়ারওয়েজ। এই রুটে ঈদ উপলক্ষে মাত্র দুই হাজার ৭০০ টাকায় ভ্রমণের সুযোগ মিলছে। এই ভাড়া দেশের সব বিমান সংস্থার তুলনায় সর্বনিু। রিজেন্ট এয়ারের চিফ অপারেটিং অফিসার আশীস রায় চৌধুরী বলেন, ঈদে সবার নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে ভাড়া একেবারে কমিয়ে আমরা বিশেষ অফার দিয়েছি। আশা করছি যাত্রীরা রিজেন্টকেই ভ্রমণের জন্য আস্থায় নেবে। তিনি জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে রিজেন্ট এয়ার বোয়িং ৭৩৭-৭০০, বোয়িং ৭৩৭-৮০০ ও ড্যাশ বিমান দিয়ে সপ্তাহে ৩৭টি ফ্লাইট পরিচালনা করছে। সব ফ্লাইটেই এই বিশেষ অফার ১৪ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.